গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ বেশি। শীতে কষ্ট বেড়েছে নিম্নআয়ের মানুষদের। তীব্র শীত উপেক্ষা করে খুব সকালে নিম্নআয়ের মানুষদের ঘরের বাইরে আসতে হচ্ছে কাজের সন্ধানে।
চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে উঠানামা করছে। সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, সোমবারও তাপমাত্রা কম রয়েছে। এতে শীত অনুভূত হচ্ছে বেশি। সঙ্গে আছে উত্তরের বাতাস।
শীত উপেক্ষা করে কৃষি শ্রমিকরা কাজ করে যাচ্ছেন। কৃষক এবং কৃষিপণ্য বিক্রেতাদের খুব সকাল থেকেই কাজ করতে হয়। তীব্র শীতেও তাদের কাজ না করে কোনো উপায় থাকে না।
জেলায় সরকারি উদ্যোগে কম্বল বিতরণ শুরু হলেও তা পর্যাপ্ত নয়। কম্বল না পেয়ে অনেককে শীতে কষ্ট করতে হচ্ছে। জেলায় বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এখনো চোখে পড়ার মতো নয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন