ব্যক্তিগত উদ্যোগে নীলফামারীর ডোমারে ছয়শ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মহাসচিব (কল্যাণ ও পুর্নবাসন) সরকার ফারহানা আকতার সুমি।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ডোমার উপজেলার ভোগডাবুড়ি, কেতকিবাড়ি, জোড়াবাড়ি ও পাঙ্গামটকপুর ইউনিয়নের দরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কেতকিবাড়ি ফেডারেশন বোর্ড বাজার এলাকায় সকালে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সরকার ফারহানা আকতার।
বিডি প্রতিদিন/আল আমীন