মাদারীপুরের ডাসারে মোটরসাইকেল চাপায় মাহিন মাতুব্বর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। থানা পুলিশ ওই মোটারসাইকেলটি উদ্ধার করেছে। গতকাল রবিবার (২০ ডিসেম্বর) রাতে এ হাসপাতালে নেয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়। নিহত মাহিন ডাসার থানার পূর্ব ডাসার গ্রামের ইউনুস মাতুব্বরের শিশুপুত্র।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শিশু মাহিন পুর্ব ডাসার গ্রামের হাসেম ডিলারের বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল। এসময় পেছন থেকে একটি মোটর সাইকেল এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশু মাহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে সে মারা যায়।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, শিশুকে চাপা দেয়া মোটরসাইকেলটি গোপালপুরের রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় চালন। পরে আমরা মোটরসাইকেলটি উদ্ধার করেছি। তবে শুনেছি মোটরসাইকেল চালকের বাড়ি গোপালপুরে। তাকে আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ