ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীত জেঁকে বসেছে। শীত বস্ত্রের অভাবে এতিম, ছিন্নমূল, ভাসমান, অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজন কষ্ট করছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে রবিবার রাতে কম্বল নিয়ে তাদের মাঝে ছুটে গেলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ নুরে-এ আলম।
এ সময় তিনি রেলওয়ে স্টেশন, সড়ক বাজার, লালবাজারসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ছুটে গিয়ে এতিম, ছিন্নমূল, ভাসমান, অসহায় হতদরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন। দিনের বেলায় দাপ্তরিক কাজ শেষে করে প্রকৃত শীতার্ত অসহায় লোকজনের মাঝে কম্বল বিতরণ করতে তিনি রাতের বেলায় ছুটে যান।
এসময় উপজেলা সহকারী কমশিনার ভূমি মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ের স্টেশন ফ্লাট ফর্মে অবস্থান করা করা ৭০ বছরের এক বৃদ্ধ মজিদ মিয়া জানান, গত বেশ কয়েকদিন ধরে প্রচুর শীত ঠান্ডা লাগছে। একটা কাঁথা গায়ে জড়িয়ে কোনো রমক শুয়ে থাকছেন তিনি। ঠান্ডায় তার খুবই কষ্ট হচ্ছে। কম্বলটা শীতে তার খুবই উপকার হবে।
মিয়া চান বলেন, শীত বাড়ায় রাতে ফ্লাটফর্মে থাকা তার খুবই কষ্ট হচ্ছিল। একটি কম্বল পেয়ে তিনি খুবই খুশি।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে-এ আলম বলেন, গত কয়েক দিন ধরে শীত পড়ছে। এই শীতে ছিন্নমূল অসহায় যারা রয়েছেন তারা খুবই কষ্ট করছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী পৌর শহরের বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে শীতার্ত লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার