কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে খিরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। সম্মেলন উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবু তাহের।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সুমন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, দপ্তর সম্পাদক দীপক দাস, তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি, সদস্য এহসানুল হক ফারুক, করিমগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক কামাল প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সুমন আহমেদকে সভাপতি, নাসির উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, মো: ফয়সালকে সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম মারুফকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুদ রানাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ