জামালপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিন চিকাজানি এলাকায় ইটবাহী ভটভটি চাপায় এক মানসিক প্রতিবন্ধী নারী ও সকালে সরিষাবাড়ী উপজেলার হাসড়া মাজালিয়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা যাত্রী অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়।
নিহতরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের দক্ষিন চিকাজানি গ্রামের জবর উদ্দিনের মানসিক প্রতিবন্ধী মেয়ে সমিরন বেগম (৪৮) এবং সরিষাবাড়ী উপজেলার পোঘলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গিয়াস উদ্দিন(৬৮)।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির জানান, সোমবার বিকাল ৩টার দিকে দেওয়ানগঞ্জ-পোল্লাকান্দি সড়কের দক্ষিণ চিকাজানি এলাকায় খায়রুল মেম্বারের বাড়ির সামনে ইটবাহী ভটভটির ধাক্কায় সমিরন বেগম নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অপরদিকে সকাল ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া এলাকায় দ্রুত গতির একটি মাহেন্দ্র ট্রাক্টর অটোরিকশাকে ধাক্কায় দেয়। এতে করে অটোরিকশা যাত্রী গিয়াস উদ্দিনের মৃত্যু হয়। সে সরিষাবাড়ীর পোঘলদিঘা ইউনিয়নের পোঘলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো: ফজলুল করিম জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি আমার জানা নেই, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার