গাজীপুরে বোনের বাসায় বেড়াতে এসে খুন হয়েছেন এক যুবক। সোমবার গাজীপুর সিটি করপোরেশনের যোগীতলা এলাকার একটি ধান ক্ষেত থেকে গলায় রশি বাঁধা তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রানা মিয়া (১৮)। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি থানার রামচন্দ্রপুর এলাকার আবুল কাশেম প্রমাণিকের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি কামরুল ফারুক জানান, গত ২৮ নভেম্বর বাবা-মাকে নিয়ে গ্রামের বাড়ি থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকায় বোনের বাড়ি বেড়াতে আসেন রানা। রবিবার রাতে বাবা-মাকে বোনের বাসায় রেখে বগুড়ার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর তিনি নিখোঁজ হন। পরদিন (সোমবার) সকালে স্থানীয় যোগীতলা এলাকার মুন্সিবাড়ি রোডের একটি ধান ক্ষেতে গলায় নাইলনের রশি বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রথমে লাশটির পরিচয় পাওয়া না গেলেও পরে তার পকেটে থাকা একটি চিরকুটে লেখা একটি মোবাইল নম্বরের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যার পর লাশ সেখানে ফেলে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার