যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আমিনুর রহমান বিশে (৪৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। বিকেল পৌনে চারটার দিকে শহরের আরবপুর মোড়ে আসলাম হোটেলের ভেতরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৫টার দিকে মারা যান তিনি।
নিহত আমিনুর রহমান বিশে আরবপুর এলাকার আব্দুল মালেক শেখের ছেলে। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ৯টি মামলা রয়েছে।
নিহতের ভায়রা নজরুল ইসলাম বলেন, ‘বিশে মৎস্য চাষ করতেন। দুপুরে তিনি আরবপুরে একটি হোটেলে খাবার খাচ্ছিলেন। এসময় তিন/চার জন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই’।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, আমিনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথা, পিঠে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ একাধিক টিম কাজ করছে। নিহত বিশের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ৯টি মামলা রয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার