কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের নাট মোড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যববসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাট মোড়া পাড়া এলাকার নিজ বসত বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলেন হ্নীলা ইউনিয়নের নাট মোড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে শামসুল আলম (২৫)। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
তিনি বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা নাটমোড়া এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ইয়াবা মজুদ রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ৯শ পিস ইয়াবাসহ হাতেনাতে বাড়ির মালিক শামসুল আলমকে আটক করতে সক্ষম হয়। তিনি আরো বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন