নীলফামারীর ডিমলা থানার উদ্যোগে ‘ওপেন হাউজ’ ডে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
ডিমলা থানা প্রাঙ্গণের এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার বক্তব্য দেন।
এতে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, পুলিশ জনগণের বন্ধু। সেবামূলক প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনী।
যে কোন ধরনের অপতৎপরতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহবান জানান তিনি।
সম্মিলিতভাবে কাজ করলে অস্থিরতা এবং আইনশৃঙ্খলার অবনতি হবে না বলে মন্তব্য করেন তিনি।
পরে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করে পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/ফারজানা