রংপুরের তারাগঞ্জ উপজেলায় রমজান আলী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মীয় অবমাননার অভিযোগে রবিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর রাতেই ওই যুবককে আটক করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের আব্বাস আলী মূহুরিরের পুত্র।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর শারদীয় দুর্গা পূজা উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রীর হিন্দু ধর্ম বিষয়ক বক্তব্যকে কটূক্তি করে যুবক রমজান আলী তার ব্যবহৃত ‘ নীল খামে লেখা জীবন’ নামের ফেসবুক আইডিতে ছেড়ে দেন। যুবকের কটূক্তি ফেসবুকে ভাইরাল হলে প্রথমে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে কথোপকথন শুরু হয়। পরে বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয়ভাবে এ বিষয়টি মীমাংসা না হওয়ায় হিন্দু সম্প্রদায়ের পক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তারাগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি সেল্টু শংকর রায় বাদী হয়ে গত রোববার তারাগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক রমজানের বিরুদ্ধে মামলা করেন।
তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, সোমবার তাকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল