গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে পাথারপাড়া এলাকায় সড়কের দু’পাশে বাসা, বাড়ি, কারখানার বর্জ্য ফেলে দুর্গন্ধ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নদী পরিব্রাজক দল শ্রীপুর উপজেলা শাখা।
প্রতিবাদ সমাবেশে খুব দ্রুত ময়লার ভাগাড়টি সরিয়ে অন্যত্র নেয়ার দাবি জানান সংগঠনের নেতাসহ স্থানীয় গণ্যমান্য বক্তারা।
সোমবার সকালে পাথারপাড়া এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সড়কের দু’পাশে মিল-কারখানা, কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির দু'পাশে বিভিন্ন স্থানে ময়লা ফেলে সড়কটি যেন আবর্জনা ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারীসহ স্থানীয়রা। খুব দ্রুত ময়লার ভাগাড়টি সরিয়ে অন্যত্র নেয়ার দাবি জানান বক্তারা।
নদী পরিব্রাজক দল শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সাঈদ চোধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিয়ার আলী কলেজের সহযোগী অধ্যাপক আহাম্মাদুল কবীর, সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম সুরুজ, শিক্ষক জয়নুল আবেদীন স্বপন, পর্যটক শফি কামাল, জোবায়ের আহমেদ, কলিম উদ্দিন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন