চুয়াডাঙ্গার দর্শনা থানার সীমান্তবর্তী ছোটবলদিয়া গ্রাম থেকে ১২০ ভরি স্বর্ণসহ আব্দুল জব্বার (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ৮৮ লাখ ৮২ হাজার ৩০ টাকা।
সোমবার রাত ৮টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। আটক পাচারকারী আব্দুল জব্বার নওগাঁ জেলা সদরের কৃষ্ণপুর গ্রামের ফয়েজ মল্লিকের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ছোটবলদিয়া গ্রামের পাঁচকবর নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল জব্বারকে আটক করে বিজিবি। পরে তার কাছ থেকে ১২০ ভরি ওজনের ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ গুলো ভারতে পাচারের উদ্দেশে সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়েছিল।
বিজিবি অধিনায়ক আরো জানান, আটককৃত স্বর্ণ ও পাচারকারীকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একই থানায় পাচারের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন