টাঙ্গাইলের ধনবাড়ীতে শিশুদের মধ্যে ঝগড়া-বিবাদের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মনিরুজ্জামান মনি কসাই (৪৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার বিকালে উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপোটল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মুশুদ্দি চৌরাস্তা এলাকায় আনার পর তার মৃত্যু হয়। বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু এ ঘটনা নিশ্চিত করেছেন।
নিহত মনি কসাই পাঁচপোটল গ্রামের জনৈক হাজের মণ্ডলের ছেলে। তিনি মুশুদ্দি ইউনিয়নের চৌরাস্তা মোড়ে মাংস বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, সকালে প্রতিবেশী হালিম ও হাকিমদের পরিবারের শিশুদের সঙ্গে মনি কসাই পরিবারের শিশুদের ঝগড়া হয়। এ ঝগড়া বড়দের মধ্যে গড়ায়। এরই জের ধরে বিকালে মনি কসাই ও হাকিমদের গ্রুপের সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মনি কসাই মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।
ধনবাড়ী থানার ওসি চাঁন মিয়া ঘটনাস্থল থেকে জানান, ধারালো অস্ত্র দিয়ে মনি কসাইকে আঘাত করার কারণে মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার ও ঘটনার তদন্ত চলছে। দোষীদের আটক করতে অভিযান শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল