কিশোরগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ মোজাফফর) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তযোদ্ধা অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত দেড়টার দিকে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক ছিলেন।
তার মৃত্যু সংবাদে শুভাকাঙ্খী, স্বজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিশোরগঞ্জ শহরের উকিলপাড়াস্থ বাসায় ছুটে যান।
আজ মঙ্গলবার জোহরের নামাজের পর কিশোরগঞ্জ শহীদী মসজিদ প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাজা এবং আসরের নামাজের পর তার গ্রামের বাড়ি নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন