বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়ে পূর্বের নিয়মে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিভাগ পরিবর্তনের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক বিভিন্ন কলেজের সাধারণ ছাত্র ছাত্রীরা।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধনকালে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা এই মানববন্ধন করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে শিক্ষার্থীরা জানায়, বিভাগ পরিবর্তন ইউনিট বহাল রাখতে হবে। মানবিক বিষয়ের সাথে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি আইসিটিতে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা যে গুচ্ছ পদ্বতিতে পরীক্ষা নিতে সিদ্বান্ত নিয়েছেন সেখানে বিভাগ পরিবর্তন ইউনিট রাখা হচ্ছে না। পুনরায় আলোচনা করে আমাদের দাবি পুনর্বিবেচনা করুন। আমরা হতাশায় ভুগছি। দাবি না মানলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী সরকারী মহিলা কলেজের দিলরুবা আক্তার, দিনাজপুর সরকারি কলেজের সাকিব ইবনে সাদেক, মাউন্ট এভারেস্ট কলেজের সাইদ বিন ওসমান, সরকারি মহিলা কলেজের অঙ্কিতা, দিনাজপুর সরকারি কলেজের ফরহাদ রেজা রিক্ত প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা