ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-আখাউড়া সড়ক চার লেনে উন্নতকরণ কাজের জন্য পিডিবির পুকুর এবং সড়ক বিভাগের বোরো পিট ক্যানেলের মাধ্যমে আশুগঞ্জ এগ্রো ইরিগেশন প্রকল্পের সেচ সুবিধা ব্যাহত না করে সেচ কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন এই স্মারকলিপি গ্রহণ করেন।
জাতীয় কৃষক সমিতির জেলা আহ্বায়ক মো. নাছির মিয়া, সদস্য অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ ও অ্যাডভোকেট মো. নাছির যৌথ স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে স্বাক্ষর দাতারা সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি নজরুল ইসলাম ও জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির।
স্মারক লিপিতে উল্লেখ করা করা হয়, আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্গত কুলিং ওয়াটার দ্বারা সুদীর্ঘ ৩০/৩৫ বছর ধরে আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগেশন প্রজেক্টের মাধ্যমে স্বল্পমূল্যে কৃষকদের সেচ সুবিধা প্রদান করে আসছে বিএডিসি। প্রকল্পেরে ব্রাহ্মণবাড়িয়া অংশের চার উপজেলার প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা ভোগ করে আসছেন প্রায় ৩৫ হাজার কৃষক।
জ্বালানী সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এ সেচ প্রকল্প থেকে প্রতি বছর ৭০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হয়। কিন্তু চলতি বছর পিডিবির একটি পুকুর যেটি রিজার্ভার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সেটি ভরাট করে ফেলায় এবং সড়কের চার লেনের কার্যক্রম চলায় সড়কের বোরোপিট ক্যানেল ভরাট হয়ে যাওয়ায় চলতি বছর সেচ কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে।
এতে ৩৫ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ৭০ হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে। তাই কৃষক সমিতি চলতি বছর সেচ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে প্রকল্পটি সম্প্রসারণের জন্য বোরোপিটের পাশের জায়গা অধিগ্রহণসহ মহা-পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর