কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী র্যাব সদস্য ল্যান্স নায়েক তরিকুল ইসলাম নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন র্যাবের আরেক সদস্য। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের পালংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার থেকে টেকনাফমুখী ট্রাকের সঙ্গে হোয়াইক্যং থেকে উখিয়ার কুতুপালংগামী একটি মোটসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, টেকনাফ হোয়াইক্যংয়ের র্যাবের অস্থায়ী কার্যালয় থেকে উখিয়ায় অভিযানে যায় র্যাবের একটি দল। তাদের মধ্যে মোটরসাইকেলে যাওয়া র্যাব সদস্য ল্যান্স নায়েক তরিকুল ইসলাম ও এএসআই কাউসারকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তরিকুল ইসলাম নিহত হন। আহত কাউসারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন