জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে জেলা ছাত্রলীগ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহেদা সফির মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ধর্ম ব্যবসায়ীরা মনগড়া ফতোয়া দিয়ে ধর্মভীরু মুসলমান ভাইদের বিপথগামী করার অপচেষ্টা চালাচ্ছে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ আছে এবং থাকতে হবে। এর আগে ভোরে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কসূচির কার্যক্রম শুরু করে জেলা ছাত্রলীগ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ