বগুড়ার সোনাতলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার মোট ৯টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭টি পদের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
সদস্যদের প্রত্যেক ভোটে ইমরান হোসাইন লিখন সাধারণ সম্পাদক ও আব্দুর রাজ্জাক সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুন আনোয়ার কাজল সভাপতি, শহিদুল ইসলাম শাহিন সহ-সভাপতি, আবু ওহাব স্বপন, দপ্তর সম্পাদক, মো. হারুনর রশিদ, কোষাধ্যক্ষ, আবু রায়হান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, রিমন আহমেদ বিকাশ ও লতিফুল ইসলাম (সোনাতলা সংবাদ) কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে।
ফলাফল ঘোষণা পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালাল, অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ও নির্বাচন কমিশনার কাজী হাবিবুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন