রাঙামাটিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটি। বিকেল ৪টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে জাতীয় পতাকা উত্তলন করে অনুষ্ঠানের সূচনা করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংশুই প্রু চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুল আমিন, চিংকিউ রোয়াজা, রাঙামাটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। আর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগে ছাত্রলীগ প্রতিষ্ঠা করে ছিলেন।
তিনি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যার যার অবস্থান থেকে গণমানুষের জন্য কাজ করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন