ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে দিবসটি উপলক্ষে ভালুকা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা, কেক কাটা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উমর হায়াৎ খান নঈম, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহাম্মেদ, উপজেলা প্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলসহ কয়েক হাজার ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন