নোয়াখালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও যুবদলের জেলা সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সাবেক সাংসদ মো. শাহজাহানের বাসভবনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জেলা সভাপতি গোলাম হায়দর বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আবদুর রহমান, বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, আবু নাছের,শহীদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন, শাহ জাফর উল্যা রাসেল, ভিপি জসিম, দিদারুল আলম, নুরুল আলম শিকদার, ওমর ফারুক টফি, ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের মিজানুর রহমান, ছাত্রদলের আবু হাসান নোমান প্রমুখ। দোয়া মাহফিলে ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মঞ্জুরুল আজিম সুমনের আশু রোগ মুক্তি কামনা করা হয়।
উল্লেখ্য,ব্যারিস্টার মওদুদ আহমেদের শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়ায় তাকে গত ২৯ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিউতে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে। অপরদিকে মঞ্জুরুল আজিম সুমন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/ফারজানা