গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মন্ডলপাড়া এলাকা থেকে সোমবার দুপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ফোন করে ডেকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযুক্ত ব্যক্তির নাম তাজুল ইসলাম (৩৭)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মধুগাড়ী পশ্চিমপাড়া এলাকার এমাদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, তাজুল ইসলাম গত ৩০ ডিসেম্বর সিকান্দার মিয়াকে ফোন করে ডেকে নেন। পরে সিকান্দারকে ঘরের ভিতরে আটক করে এলোপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে সিকান্দারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওইদিন সন্ধ্যায় তাকে ছেড়ে দেন। পরে সিকান্দার মিয়া কালিয়াকৈর থানায় অভিযোগ করলে কালিয়াকৈর থানা পুলিশ সোমবার দুপুরে তাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
কালিয়াকৈর থানার (এসআই) সহিদুল ইসলাম পিপিএম জানান, অভিযোগের ভিত্তিতে তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা