হবিগঞ্জে বাহুবলে মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টায় উপজেলার নোয়াঐ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ আলম নোয়াঐ গ্রামের কছির মিয়ার পুত্র।
রবিবার জানুয়ারি রাত ৮টায় ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নারীর পিতা বাদী হয়ে বাহুবল মডেল থানায় মামলা করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শাহ আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে ভিকটিম নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত শাহ আলমের সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন