বগুড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা ছাত্রলীগ আয়োজিত ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজিন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এ্যাড. মকবুল হোসেন মুকুল, আলতাফুর রহমান মাসুক, এমএ বাসেদ, মুনসুর রহমান মুন্নু, টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, শাহাদাৎ আলম ঝুনু, এ্যাড. জাকির হোসেন নবাব, রফিনেওয়াজ খান রবিন প্রমুখ।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে আতসবাজি ফোটানো হয় ও মিষ্টি বিতরণ করা হয়। দিনটিকে উপলক্ষে বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রলীগ প্রথম প্রহরে ক্যাম্পাসে ফানুস উড়িয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন