কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের শতবর্ষী হাজি মো. তনু মিয়া মারা গেছেন। সোমবার বার্ধক্যজনিত কারণে সারপটির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, হাজি মো. তনু মিয়ার বয়স ১৩০ বছর। আবার অনেকে তনু মিয়ার বয়স ১৩০ বছর নাও হতে পারে বলে মনে করেন।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি সারপটি গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনের পিতা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন