ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে লেপ বিতরণ করেছে ফিউচার ফাউন্ডেশন। শুক্রবার নগরকান্দা থানা সংলগ্ন ফিউচার ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে অসহায় শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফিউচার ফাউন্ডেশনের উপদেষ্টা ও নগরকান্দা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, নগরকান্দা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফতাব হোসেন, নগরকান্দা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হুদা হুদু, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি বোরহান আনিস, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রেজাউল করিম সেলিম, ফিউচার ফাউন্ডেশনের পরিচালক মাহফুজুর রহমান, কার্যকরি সদস্য মোক্তার হোসেন প্রমুখ। ফিউচার ফাউন্ডেশন শীতবস্ত্র হিসাবে কয়েকটি ধাপে মোট ২০০ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে লেপ বিতরণ করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন