‘মাদককে না বলি, বাল্যবিবাহ প্রতিরোধ করি। এসো আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গরিব-দুঃখীর পাশে দাঁড়াই’ শ্লোগানকে ধারণ করে ‘জীবন সংগ্রাম সংঘ’র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
মঙ্গলবার রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপা মধুপুর হাই স্কুল মাঠে গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বিশেষ অতিথি ছিলেন শ্রী রমনি চন্দ্র বর্মন, জাহাঙ্গীর আলম আপেল।
সম্প্রতি সংগঠনের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপা মধুপুর গোলদার মার্কেটের নিজস্ব কার্যালয়ে কার্যক্রম শুরু করা হয়। এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তরিকুল ইসলাম তরিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সহ-সভাপতি: মো. বাদল মিয়া, সহ-সাধারণ সম্পাদক: তানজীর রহমান রানা (জুয়েল রানা), সাংগঠনিক সম্পাদক: মো. সুজন মিয়া, অর্থ সম্পাদক: মো. মামুনুর রশীদ, দফতর সম্পাদক: মোহাম্মদ সবুজ মিয়া, ক্রীড়া সম্পাদক: শফিকুল ইসলাম এবং সদস্যরা হলেন, বাবু মিয়া, মো. নুরনবী আলম ও মোহাম্মদ রোমান মিয়া।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন