ভটভটির চাকায় চাদর পেঁচিয়ে প্রাণ গেল চালকের

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর ধানশুন্দা নামক স্থানে শ্যালো মেশিন চালিত ভটভটির (নসিমন) চাকায় নিজের শরীরের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাঈমুল ইসলাম (১৮) নামে চালকের মৃত্যু হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাঈমুল জেলার কালাই উপজেলার কাদিরপুর গ্রামের মইফুল ইসলামের ছেলে।শনিবার সকাল ৯টার দিকে জেলার মোলামগাড়িহাট-দুপচাঁচিয়া সড়কের শিবপুর ধানশুন্দা এলকায় ভটভটি চালু করার সময় এই দুর্ঘটনা ঘটে।
ওসি নিরেন্দ্রনাথ মন্ডল জানান, নাঈমুল মাছ নেওয়ার জন্য ভটভটি চালিয়ে শিবপুর ধানশুন্দায় যান। সেখানে যাত্রা বিরতির পর পুনরায় ভটভটিতে চালু করার সময় অসাবধানতাবশত তার শরীরের চাদর ভটভটির চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি প্রতিদিন/কালাম
আপনার মন্তব্য
পরবর্তী খবর