২৬ জানুয়ারি, ২০২১ ২২:১৯

নারায়ণগঞ্জে ৪ ইটভাটা মালিককে ৩৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ৪ ইটভাটা মালিককে ৩৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ৩টি উপজেলায় ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া ৪টি ইটভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই ইটভাটাগুলো স্কুল, আবাসিক ও পৌর এলাকায় পরিচালিত হচ্ছিল।

মঙ্গলবার দিনব্যপী পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়, পুলিশ ও র‌্যাব-১১ এর সমন্বয়ে গঠিত একটি টিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার উপজেলায় ৬টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র বিহীনভাবে আবাসিক এলাকা, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে পরিচালিত হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনে আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কর্তৃক অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর