সিরাজগঞ্জের কামারখন্দে গাছ থেকে পড়ে রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে উপজেলার চরবড়ধুল গ্রামে এ ঘটনা ঘটে। রমজান আলী উপজেলার ছোট পাকুরিয়া গ্রামের মৃত জব্বার আলী ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ীতে ঘর নির্মাণের গাছ কিনতে বড়ধুল যান রমজান। বৃদ্ধ রমজান নিজেই গাছ কাটতে গাছে ওঠেন। গাছ কাটার এক পর্যায়ে হাত ফসকে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার