ময়মনসিংহের ফুলপুরে গ্রামীণ রাস্তা ভেঙে হুমকিতে পড়েছে ভাইটকান্দি-টু-দারাকপুর রাস্তায় খরিয়া নদীর উপর ভাইটকান্দি ঘাট সেতু। গত ৮ বছর আগে সেতুটি নির্মাণ করা হলেও এর সংযোগ সড়ক মজবুত না করায় সেতুর দুই পাশের মাটি সরে বড় ধরনের খাদের সৃষ্টি হয়েছে।
ফলে মূল সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুর দুই পাশের মাটি সরে গেছে। বড় কোনো গাড়ি চলাচল করতে পারছে না। রিকশা, ভ্যান গাড়ি, সাইকেল ও মোটর বাইক কোনো মতে চলাচল করলেও বর্ষাকালে এগুলোও চলতে পারে না।
জানা যায়, সেতু সংলগ্ন ডোবা থেকে বালু উঠিয়ে নেওয়ার ফলে আরও বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার সময় সেতুর নিচের মাটি সরে রাস্তাটি ভেঙে চলাচলে একদম অনুপযুক্ত পড়েছিল। তখন বিভিন্ন পত্রিকায় নিউজ হলে কিছু মাটি ফেলানো হলেও উহা আবার ভেঙে গিয়েছিল।
সুজন নামে এক ভ্যান চালক বলেন, ‘১০-১৫ দিন আগে স্থানীয় মতি মাস্টারের ছেলে বালু ব্যবসায়ী জিভেন কয়েক ট্রলি মাটি ফেলানোর ফলে অহন একটু এইন্দা যাওন যায়। এর আগে এইন্দা ভ্যানডা পর্যন্ত চলে নাই।’ আরেক ভ্যান চালক আমিরুল ইসলাম বলেন, বৃষ্টির দিনে আমরা এদিক দিয়ে গাড়ি চালাতে পারি না। এই রাস্তা দারাকপুর বাজার পর্যন্ত এবং দারাকপুর থেকে শ্যামপুর পর্যন্ত সবটাই ভাঙা। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে গেছে।
চরনিয়ামত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এসকান্দর হোসেন বলেন, এই রাস্তা দিয়ে আমাদের ছাত্রছাত্রী ও ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীসহ জারুয়া, মিসকি, দারাকপুর, চায়না মোড়, শ্যামপুর, চরনিয়ামত, বাঙিটাল, বাঘেধরা, গোয়াডাঙা, শাইলামপুর, পাঠাকাঠা, নারায়ণখোলা ও চরবসন্তিসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙে চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মামুন-অর-রশিদ জানান, এই রাস্তাটির টেন্ডার প্রক্রিয়াধীন। খুব তাড়াতাড়িই এর কাজ ধরা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর