বেড়ি বাঁধ নির্মাণের ক্ষতিপূরণ ও ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ভূমিহীন ৬ শতাধিক নারী-পুরুষ। আজ সোমবার সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে হাতিয়ার চানন্দী ইউনিয়নের ও সুবর্ণচর উপজেলার ৬/৭ শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। দীর্ঘ চার বছর অতিবাহিত হলেও সিডিএসপি ও পানি উন্নয়ন বোর্ড কোনও ক্ষতিপূরণ দেয়নি বলে জানান তারা।
তারা জানান, ২০১৬ সালের দিকে নলেরচর, কেয়ারিং চর ও চরনঙ্গলিয়ায় ভূমিহীনদের উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটি বেড়ি বাঁধ করে সিডিএসপি। কথা ছিল পার্শ্ববর্তী মৌজার মূল্য অনুপাতে তিনগুণ বেশি দাম দেয়া হবে। কিন্তু দীর্ঘ চার বছর অতিবাহিত হলেও সিডিএসপি ও পানি উন্নয়ন বোর্ড কোনো ক্ষতিপূরণ দেয়নি।
ভূমিহীনরা আরও বলেন, ছেলে-মেয়ে নিয়ে তারা খুব কষ্টে আছে। একদিকে নদী ভাঙনের শিকার হয়ে তারা বাস্তচ্যুত্ত হচ্ছেন। অপরদিকে তাদের মালিকানাধীন জমির উপর দিয়ে বেড়িবাধ করে পুনরায় তাদেরকে বাস্তুচ্যুত করা হয়েছে। তারা জমির ক্ষতিপূরণ ও দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানান।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ