বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র তাকজিল খলিফা কাজল। আজ সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া, আখাউড়া স্থলবন্দর আমদানি- রফতানিকারক এসোসিয়েশনে সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল রবিবার অনুষ্ঠিত আখাউড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজল বিপুল ভোটে টানা তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হন।
বিডি প্রতিদিন/আবু জাফর