গাঁজা সেবন ও বহনের অপরাধে দুই মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক।
আজ সোমবার দুপুর ১টার দিকে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুর শহরের মিয়াপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে মিকাইল হোসেন ও নতুন শেখপাড়া এলাকার বাবু শেখের ছেলে শ্যামল হোসেন।
এর আগে দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে এসআই মদন মোহন সাহাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ মিকাইল হোসেন ও শ্যামল হোসেনকে আটক করে।
বিডি প্রতিদিন/আবু জাফর