বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচনকে ঘিরে সৃষ্ট ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা আওয়ামী লীগের নেতারা বিবৃতি দিয়েছেন। সোমবার এ বিবৃতি দেন তারা।
বিবৃতিদাতারা হলেন-বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সহ-সভাপতি টি জামান নিকেতা, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর