নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কাঠাদুরা নামক স্থানে সোমবার সড়ক দুর্ঘটনায় ইকবাল মোল্যা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইকবাল থানার চান্দেরচর গ্রামের সাহাবুদ্দিন মোল্যার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ইঞ্জিনচালিত নসিমন চালানোর সময় এটি উল্টে গেলে চালক ইকবাল মোল্যা নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খানম জানান, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার