'পরিবেশ দূষণ বন্ধ করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি' এই স্লোগানে টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠনের ব্যানারে। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে একটি সামাজিক সংগঠনের সভাপতি ডা. কায়েম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ, লৌহজং নদীর সুরক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রহমান, আরপিডিও নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র ম্যানেজার মীর জালাল আহমেদ, সেবকের নির্বাহী পরিচালক নাজমুল সালেহীন, গ্রীন ক্লাবের সভাপতি মানিক শীল, ছায়াবীথির পরিচালক সাজ্জাদুর রহমান। মানববন্ধনটি পরিচালনা করেন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলায় বর্তমানে ২৮৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১২৭টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র আছে। বাকি ১৫৮টি ইটভাটা অবৈধ। এইসব অবৈধ ইটভাটা গুলো বন ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অথবা আবাসিক এলাকায় যে কারণে অবৈধ ইটভাটাগুলো পরিবেশের ক্ষতি করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার