গোপালগঞ্জে নজরুল পাবলিক লাইব্রেরির শতবর্ষ পূর্তি উপলক্ষে ১৪ দিনব্যাপী পাঠ উৎসবের আয়োজন করা হয়েছে।
রবিবার বিকেলে লাইব্রেরী প্রাঙ্গনে ফিতা কেটে এ পাঠ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
পরে সেখানে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, লাইব্রেরির সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা বাপী প্রমূখ বক্তব্য রাখেন।
পরে জেলা প্রশাসক লাইব্রেরিতে বেশ কিছু শিক্ষণীয় বই তুলে দেন এবং লাইব্রেরিটি ঘুরে দেখেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন