নাটোরে বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন চম্পা শিক্ষাবৃত্তি পেল স্থানীয় স্বপ্নকলি স্কুলের ১৮ জন সুবিধাবঞ্চিত শিশু।
সোমবার বিকেল ৪টায় নাটোর স্টেশনে স্বপ্নকলি স্কুলে ১৮ জন শিশুর হাতে এককালীন এই শিক্ষা বৃত্তি তুলে দেন নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ।
এসময় সংগঠনের অন্যান্য সদস্যরাসহ হ্যাপি ড্রিমস ফর ইয়ুথ’স টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই