নাটোরের নলডাঙ্গায় ভিজিডি কার্ড ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন চত্বরে এসব বিতরণ করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা মহিলা বিষক কর্মকর্তা শাহিনা খাতুন, নাটোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ দাস, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা রত্না আহমেদ।
আরও উপস্থিত ছিলেন ব্রহ্মপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা।
ব্রহ্মপুর ইউনিয়নের ২৫৩ জনের মাঝে ভিজিডি কার্ড ও ৩০ কেজি চাল বিতরণ করা হয়। এর আগে, উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা এবং শুকনো খাবার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই