বরগুনায় করোনার টিকা গ্রহণের সপ্তম দিনে সোমবার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিকসহ জেলায় ১১৪৬ জন টিকা নিয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে বরগুনা সদর হাসপাতালে পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক টিকা গ্রহন করেন। বরগুনা জেনারেল হাসপাতালে ৩৭০, আমতলিতে ২১৮, বামনাতে ১২০, বেতাগীতে ২২৮ এবং পাথরঘাটায় ২১০ জন ভ্যাকসিন গ্রহণ করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৫ হাজার ৩৫৪ জন। এদের মধ্যে ৩ হাজার ৬৭৩ জন পুরুষ এবং ১ হাজার ৬৮১ জন নারী রয়েছেন।
সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বেতাগী ও বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/এমআই