আমাদেরও অধিকার আছে, আমরাও মানুষ। সরকার আমাদের মতো প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় আইন করে দিয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সুযোগ পেলে আমরাও সমাজে অবদান রাখতে পারি।
সোমবার দুপুরে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের অবহিতকরণ কর্মশালায় এসব কথা বলেন উপজেলার বকুলতলা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. আজগর আলী মীর (৪২)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের এমপি আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জার্মান দাতা সংস্থা এএসবি’র অর্থায়নে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) প্রকল্পের আওতায় আর্থ সামাজিক পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন প্রতিবন্ধীরা।
বিডি প্রতিদিন/এমআই