রংপুরের মিঠাপুকুরে ছাগল ক্ষেত খাওয়া নিয়ে প্রতিবাদ করার জেরে স্বামী-স্ত্রীকে বেদম মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন হামলার শিকার একজন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাংনী নাটাগাড়ী গ্রামে।
অভিযোগ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ভাংনী ইউনিয়নের ভাংনী নাটাগাড়ী গ্রামের কৃষক হারেছ মিয়া ১৬ শতক জমিতে বরবটি সবজি চাষ করেন। ১২ ফেব্রুয়ারি বিকেলে প্রতিবেশি তছলিম উদ্দিনের ৮টি ছাগল ওই ক্ষেতে ঢুকে সবজি খায়। হারেছ মিয়া ছাগল তাড়িয়ে দেন। এ নিয়ে তছলিম উদ্দিনের ছেলে শামীমের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে শামীম ও সুমনের নেতৃত্বে তাদের লোকজন স্টিলের পাইপ, রড, লাঠি সোটা নিয়ে হারেছের ওপর হামলা চালায়। এতে হারেছ ও তার স্ত্রী আনোয়ারা বেগম গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিঠপাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন