রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইউসুফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। নিহত ইউসুফ উপজেলার মজমপুর গ্রামের নশকর আলীর ছেলে।
নিহতের ভাতিজা শাকিল (১৮) জানান, বাইচাইল গ্রাম হয়ে মজমপুর তাদের বাড়ির পাশ দিয়ে (কাবিখার) রাস্তার সম্প্রতি সংস্কার করেছেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম। রাস্তার মাটি কাটা হয়েছে প্রতিপক্ষ আনোয়ার গংদের জমি থেকে। বিকেলে আনোয়ারের বড় ছেলে প্রবাসী মোস্তফার স্ত্রী রেশমা (৪০) তার মেয়ে মীম (১৫) কে নিয়ে ওই রাস্তার মাটি কেটে তাদের খেত ভরাট করতে নিলে নিহতের ভাই ইদ্রিস আলী (৬০) বাঁধা দেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে দুই পক্ষের লোকজন এগিয়ে আসলে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায় আনোয়ার (৩৫) ইউসুফকে পেছন দিক থেকে কুড়াল দিয়ে আঘাত করলে মাটিতে পড়ে যান তিনি। এরপর লাঠি দিয়ে তাকে পেটান সোহরাব (৫৫), মোশারফ (৫০) ও মজিবর (৫০)। পরে বাবাকে মারধর করা হচ্ছে দেখে ইউসুফের ছেলে সজিব (১৮) এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে বেধরক পেটান সোহেল (৩৫) ও হবু (৫৫)। এক পর্যায় সজিবকে আহত অবস্থায় পাশের খালে ফেলে দেন তারা।
শাকিল জানান, পরে চাচাকে নিয়ে আমরা হাসপাতালে আসার সময় আটকিয়ে রাখেন প্রতিপক্ষরা। ওই সময় নিহত ইউসুফের স্ত্রী সোমলা বেগমকে (৪০) মারধর করেন তারা। সে সময়ই আমরা হাতের নাড়ি ধরে বুঝতে পারি চাচা মারা গেছেন। তারপরও হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার জানান তিনি আগেই মারা গেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, মামলার প্রস্তুতি চলছে, লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার