গাজীপুরের টঙ্গী উত্তর আরিচপুর হাফিজ উদ্দিন বেপারী রোডের দিপু ও সুমনের কেমিক্যাল গোডাউনে আজ সোমবার বিকালে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জানা যায়, বিকাল ৪টার সময় ওই কেমিকেল গোডাউনে বিকালে হঠাৎ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন,ওই এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে অর্ধশতাধিক কেমিক্যাল গোডাউন। আবাসিক এলাকা থেকে এসব গোডাউন না সরানো হলে বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করলে টঙ্গী ফায়ার স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার