নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ দোকান ভস্মীভূত হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০ টায় নাসিক ৩ নং ওয়ার্ডের রসূলবাগ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, খবর পেয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না। দোকানগুলো সরকারি জমির উপর ছিল। এখানে দোকানের মধ্যে ছিল ফার্নিচারের দোকান, পুরাতন জিনিসপত্র ক্রয় বিক্রয়ের দোকান, কার্টন কাগজ বিক্রির দোকান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন