দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বগুড়া র্যাব। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলার গাবতলী উপজেলার ক্ষিদ্রপেরী শালমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. জহুরুল ইসলাম (২৬)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার ক্ষিদ্রপেরী পূর্বপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরের দিকে জেলার গাবতলী উপজেলার ক্ষিদ্রপেরী শালমারা এলাকায় র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন। দুপুর ১টার দিকে ওই এলাকার শালমারা পাথারস্থ পুরাতন ব্যাটারি ফ্যাক্টরির পাশে চারমাথা কাঁচা রাস্তার মোড়ে জহুরুল ইসলামকে আটক করা হয়। তখন তার শরীর তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, আটক মাদক ব্যবসায়ী জহুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা করে আসছিলেন।
তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ