বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, চীনের দুঃখ হোয়াংহো। আর সারিয়াকান্দি-সোনাতলাবাসীর দুঃখ রাক্ষুসী যমুনা ও বাঙালী নদী। ইতিমধ্যেই সরকার ৮শ কোটি টাকা ব্যয়ে বাঙালী শাসন ও খনন প্রকল্প হাতে নিয়েছে। আর ওই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে।
তিনি শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ রানীরপাড়ায় নদীভাঙনরোধ প্রকল্প পরিদর্শন ও স্থানীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, বাঙালী নদী শাসন ও খনন কাজ শেষ হলে আর নতুন করে কোন এলাকা নদীগর্ভে বিলীন হবে না। ওই নদীতে সারাবছর পানি থাকবে। কৃষক তাদের উৎপাদিত কৃষি ফসলে সেচ সুবিধা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল আলম মতিন, তফিজ উদ্দিন মাষ্টার, শাহজাহান আলী, মানিক সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন